শ্যামনগরে নিরীহ গ্রাম্য চৌকিদারকে হয়রানির অভিযোগ

0
350

শ্যামনগর ব্যুরো ঃ শ্যামনগর উপজেলার সোয়ালিয়া গ্রামের মৃত শেখ নুর আহম্মদের পুত্র সদর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের নিরীহ গ্রাম পুলিশ (চৌকিদার) শেখ রুহুল আমিন হয়রানি থেকে রক্ষা পেতে সংবাদিক ও প্রশাসনের হস্তক্ষেভ কামনা করেছে। গ্রাম পুলিশ রুহুল আমিন অভিযোগে উল্লেখ করেছেন, শুক্রবার দৃষ্টিপাত পত্রিকা মারফত জানতে পারি সোয়ালিয়া গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের স্ত্রী সবিতা রানী সাতক্ষীরা প্রেসক্লাবে আমাকে, আমার মা ও ভাইকে হয়রানির লক্ষ্যে সাজানো ঘটনা উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছে। যাহা মিথ্যা ও পরিকল্পিত। এলাকার চিহ্নিত শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী কুচক্রী রজব আলীর ইন্ধনে এটা করেছে। রুহুল আমিন জানায়, প্রকৃত ঘটনা হচ্ছে সবিতার শ^শুর ঈশান মন্ডল ১৯৫৩ সালে পৈত্রিক সম্পত্তি থেকে ৩০ শতক জমি গীরিবালার নিকট বিক্রি করে। গিরি বালার নিকট থেকে আমার পিতা ৩০ শতক জমি ক্রয় করে আমার নামে ১৫ শতক ও আমার ভাই মজিদের নামে ১৫ শতক লিখে দেয়। কিছুদিন পর উক্ত রজব আলীর কু-পরামর্শে সবিতা উপজেলা পরিষদ চেয়ারম্যানের নিকট অভিযোগ করে। এ প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য মাকছুদুর রহমান মুকুল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সমস্যা নিরসন করেন। থানায় অভিযোগ করে। উভয় পক্ষের উপস্থিতিতে শুনানীর মাধ্যমে থানা থেকে মিমাংশা করে দেওয়া হয়েছে। এর পরেও আমাদের হয়রানির লক্ষ্যে এমিথ্যা সংবাদ সম্মেলন করেছে। এহয়রানি থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেভ কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here