স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন যশোরের করোনা শনাক্তের হার ২৩ শতাংশ মৃত্যু ১

0
655

স্টাফ রিপোর্টার : যশোরের করোনা শনাক্তের হার মাত্র ২৩শতাংশ। গত ২৪ ঘন্টায় এ জেলায় নতুন করে করোনার শনাক্ত হয়েছে ১৪জনের। এর মধ্যে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত পাসপোর্ট যাত্রী রয়েছেন একজন। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নজরুল ইসলাম নামে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। সীমান্তবর্তী জেলা হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে উচ্চ ঝুঁকিতে রয়েছে যশোর জেলা। মে মাসে গড় শনাক্তের হার ছিল ১৮ শতাংশ। তবে চলতি সপ্তাহে এ হার বাড়তে শুরু করে। গত ২৪ ঘন্টায় এ জেলায় ৬২জনের নমুনা পরীা করে ১৪জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত পাসপোর্ট যাত্রী রয়েছেন একজন। ৩৩জনের নমুনা পরীা করে এই একজনের করোনা শনাক্ত হয়েছে। আজ সংক্রমনের হার ২৩ শতাংশ। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নজরুল ইসলাম নামে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। এদিকে এ পর্যন্ত জেলায় ৭ হাজার ২২৮জনের করোনা শনাক্ত হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৩জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ভারত ফেরত ২৫ জন বলে জানিয়েছেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক। এছাড়া জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিনটি ওয়ার্ডে স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ওই ওয়ার্ডগুলোতে চলাচল সীমাবদ্ধ করা হচ্ছে।তবে স্থানীয়রা বাশের ব্যারিকেড ভেঙ্গেই চলালচল অব্যাহত রেখেছে। তাদের দাবি কঠোরতার বিষয়ে তারা কিছুই জানেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here