কেশবপুরে মাস্ক না পরায় ১২ ব্যক্তির জরিমানা

0
325

মালেকুজ্জামান কাকা, যশোর : যশোরের কেশবপুরে মাস্ক না পরায় ১২ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত ১২ ব্যক্তিকে ২৭০০ টাকা জরিমানা করে তা আদায় করেছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, কেশবপুর শহরে মাস্কবিহীন অবস্থায় ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার সময় দিপু সাহাকে ২০০, নিমাই দাসকে ২০০, বিপ্রজিৎ সাহাকে ২০০, আব্দুল ওহাবকে ৫০০, পরিমল সরকারকে ২০০, মিঠুন সেনকে ২০০, নাজমুল হোসেনকে ২০০, ফারুক হোসেনকে ২০০ ও মাস্ক ছাড়া চলাফেরা করার সময় পাঁজিয়া এলাকার শাহীন আলমকে ২০০, ইয়াকুব আলীকে ২০০, আফজাল হোসেনকে ২০০ এবং নতুন মূলগ্রামের ইকবাল আলীকে ২০০ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা। অভিযান ও জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন ভূমি অফিসের পেশকার সন্তোষ কর্মকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here