মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ মহেশপুর পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁনের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণরোধে মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত থানা রাস্তার মাথা, বাস টার্মিনাল, কলেজ ষ্ট্যান্ড, মেইন বাজার ও ট্রাফিক মোড় এলাকায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন। এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মেয়র আব্দুর রশিদ খাঁন জানান, পৌর এলাকায় সকল ক্রেতা বিক্রেতা,অফিস-আদালত এবং রাস্তায় চলাফেরা জনসাধারনসহ সকলের জন্য ১০০% মাস্ক পরিধান করার পরিকল্পনা নিয়ে মহেশপুর পৌরসভা ইতিমধ্যে কাজ শুরু করেছে।















