চুকনগরে গাছ থেকে পড়ে বৃদ্ধের করুন মৃত্যু

0
303

ভ্রাম্যমান প্রতিনিধি,চুকনগর ঃ চুকনগরে গাছ থেকে পড়ে পয়ষট্রি বছরের বৃদ্ধের করুন মৃত্যু হয়েছে। রবিবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আক্তারুজ্জামান বাবলু জানায়, ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের (কাকুরপাড়া) মৃত আসবর আলী মোড়লের পুত্র লুৎফার রহমান মোড়ল (৬৫) জামের ব্যবসা করার সুবাদে জামসহ একটি গাছ ক্রয় করে গত ২৫জুন উক্ত গাছে উঠে জাম পাড়তে থাকে। এসময় নিজের অসাবধানতাবশতঃ পা পিছলে গাছ থেকে নিচে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন। আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ দূর্ঘটনায় তার হা, পা ভেঙে যাওয়াসহ বুকের পাজড় চুর্ণবিচুর্ণ হয়ে যায় এবং মাথা দিয়ে প্রচন্ড রক্ত রণ হয়। গত দুই দিনে চিকিৎসকরা তার অবস্থার কোন উন্নতি করতে পারেনি। রবিবার সকালে (২৭জুন)খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here