খুলনা বিভাগে কোভিডে আরও ৩০ মৃত্যু

0
289

যশোর ডেস্ক : খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩০ জন মারা গেছেন। রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত তারা মারা যান বলে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান। তিনি বলেন, এ নিয়ে বিভাগে মৃত্যু হল এক হাজার ১১ জনের। আর শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ৫৩ হাজার। তাদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৯৭৮ জন। এর আগে সোমবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত বিভাগে মারা যান ২৮ জন। তার আগে মঙ্গল সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগে রেকর্ড ৩৬ জনের মৃত্যু হয় বলে স্বাস্থ্য অধিদপ্তর জানায়। রাশেদা বলেন, বিভাগে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি কুষ্টিয়ায় মারা গেছেন নয় জন। খুলনায় ছয়জন, আর ঝিনাইদহ ও মেহেরপুরে চারজন করে মারা গেছেন। অন্যান্য জেলায় মারা গেছেন একজন-দুইজন করে। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগে মোট তিন হাজার ১৬৩ জনের পরীায় শনাক্তের হার ৪৬ দশমিক ২৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৪১ দশমিক ৪১ শতাংশ। একই সময় শনাক্ত হয় সবচেয়ে বেশি যশোরে ৪৫৪ জন। খুলনায় ৩১১, বাগেরহাটে ১২৪ জন, চুয়াডাঙ্গায় ৮৪, ঝিনাইদহে ১৪৩, কুষ্টিয়ায় ১৭২, মাগুরায় ২২, মেহেরপুরে ৭৫, নড়াইলে ৫৩ ও সাতীরায় ২৬ জন। তবে এ যাবৎ কালের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে খুলনায় ১৪ হাজার ৯৪৩ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here