নড়াইলে চোরাই মটর সাইকেলসহ গ্রেফতার ২

0
303

নড়াইল প্রতিনিধি : নড়াইলে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চামরুলী গ্রাম থেকে চোরাই মটরসাইকেলসহ মটরসাইকেল চোর চক্রের ২ সক্রীয় সদস্যকে আটক করে নড়াইল গোয়েন্দা পুলিশ (ডিবি)। (২৮ জূন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটের সময় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চামরুলী গ্রামের আব্দুল মান্নান বিশ্বাসের ছেলে মো: আব্দুর রাজ্জাক (লিটন বিশ্বাস) এর নিজ বাড়ি হতে একটি ডিস্কোভারী ১২৫ সিসি, ও তুলারামপুর গ্রামের জাফোর মোল্যা ছেলে মো: মামুন মোল্যার নিজ বাড়ি থেকে একটি ফ্যাসান ফ্রু ও একটি ডায়াং ৮০ সিসি, মটোরসাইকেল আটক করে নড়াইল সদর থানায় হস্তান্তর করে আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা চলমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here