সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু

0
312

সাতীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে, জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৩৫৯ জন। আর আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৭৪ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ১৬৪ জনের নমুনা পরীা শেষে ২৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা শনাক্তের হার ১৭ দশমিক ৬৯ শতাংশ। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫০১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬১৯ জন। বর্তমানে জেলায় ৮০৮ জন করোনা আক্রান্ত রুগী রয়েছেন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন ও বেসরকারী হাসপাতালে ১৪ জন চিকিৎসাধীন রয়েছেন। বাকী ৭৭২ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া ভাইরাসটির উপসর্গ নিয়ে মেডিকেল কলেঝ হাসপাতালে ২৬৪ জন ও বেসরকারীে হাসপাতালে আরো ১৪৮ জন ভর্তি রয়েছেন। সকলকে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।
এদিকে, লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছ সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃখংলা বাহিনীর সদস্যরা। সকাল থেকে জেলা শহরের অধিকাংশ সড়কে লোকজনের উপস্থিতি কম দেখা গেছে। বিধিনিষেধ উপো করে নানা অজুুহাতে ঘর থেকে কিছু মানুষ বাইরে বের হয়েছেন। তবে, আইনশৃখংলার বাহিনীর সদস্যদের সামনে পড়লে তাদের জবাবদিহির মুখোমুখি হতে হচ্ছে। শহরের অধিকাংশ দোকারপাট বন্ধ রয়েছে। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন। মোড়ে মোড়ে চেক পোষ্ট বসিয়ে আইনশৃখংলাবাহিনীর সদস্যরা চলাচল নিয়ন্ত্রন করছেন। এদিকে, সরকারী আদেশ অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা, স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জেলায় গত ২৪ ঘন্টায় ৬৬ টি মামলায় ৫৬ হাজার ৩৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। সাতীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, লকডাউন বাস্তবায়নে জেলায় সেনাবাহিনীর ১০ টি পেট্রোল টিম, তিন প্লাটুন বিজিবি ও পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও আনসার ব্যাটেলিয়ন সদস্য মাঠে রয়েছে। একজন করে নির্বাহি ম্যাজিস্ট্রের নেতৃত্বে ২২টি ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করছে। তিনি আরো জানান, জেলাবাসীকে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে ঘর থেকে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অকারণে বের হলেই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here