পাইকগাছায় বহু অপকর্মের হোতা নির্মল দাশের নেতৃত্বে প্রতিপক্ষের মারপিটে আহত ৩ : থানায় মামলা দায়ের

0
280

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ পাইকগাছায় বহু অপকর্মের হোতা নির্মল দাশের নেতৃত্বে অবৈধ জমি দখল করতে যেয়ে হামলা ও মারপিটের ঘটনায় প্রতিপক্ষের তিনজন গুরুতর জখমপ্রাপ্ত হয়ে পাইকগাছা হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনাটি শনিবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী বিশ্বনাথ দাশ বাদী হয়ে নির্মল সহ ৬জন অজ্ঞাত ৩/৪ জনের নামে মামলা দায়ের করেছে। মামলার বিবরণে জানা যায়, উপজেলার গোপালপুর মৌজায় বিশ্বনাথ দাশ পৈত্রিক সূত্রে রেকর্ডীয় জমির মালিক হিসেবে ৬০-৭০ বছর ধরে পূর্ব পুরুষদের আমল হতে বসবাস করে আসছে। যা বর্তমান বিআরএস রেকর্ডে ডিপি ৩৯৭ নং খতিয়ানে ১২ নং দাগে প্লট আকারে রেকর্ড হয়। উক্ত সম্পত্তি একই এলাকার মৃত অনিল দাশের পুত্র দীপক দাশরা অবৈধ দখলের জন্য দীর্ঘদিন ধরে পায়তারা করে আসছে। শনিবার সন্ধ্যায় এলাকার মৃত রঞ্জন দাশের পুত্র বহু অপকর্মের হোতা নির্মল দাশের নেতৃত্বে লাঠিশোটা, দেশী অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বিশ্বনাথ দাশের জমি দখল করতে যায়। তারা বাঁধা দিলে নির্মলের নেতৃত্বে দীপক গংরা বিশ্বনাথদের উপর হামলা করে ব্যাপক মারপিট করে। এতে বিশ্বনাথের পরিবারের পূজা দাশ (২২), অরুনা দাশ (৪০), বিজয় দাশ (২৬) রক্তাক্ত জখমপ্রাপ্ত হয়। তাদেরকে পাইকগাছা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। এ ঘটনায় মৃত মাদার দাশের পুত্র বিশ্বনাথ দাশ বাদী হয়ে পাইকগাছা থানায় নির্মল দাশ, দীপক দাশ, দীপক পুত্র বিপ্লব দাশ, বিমল দাশ, বিধান দাশ ও সাধন দাশসহ অজ্ঞাত ৩/৪ জনের নামে মামলা দায়ের করে। পাইকগাছা থানার মামলা নং- ০২, জি.আর-১৭২, তারিখ- ০৩/০৭/২০২১ইং। উক্ত মামলা থেকে রেহাই পেতে দীপক বাদী হয়ে বিশ্বনাথ সহ ৫জনের নামে পাল্টা মামলা দায়ের করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই শহিদুল ইসলাম জানান, মামলার তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here