পাইকগাছার কৃতিসন্তান কোভিক কীটের আবিষ্কারক রেহানা আইসিইউতে

0
361

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥ খুলনার পাইকগাছার কৃতি সন্তান করোনা আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. রেহানা পারভীন। তিনি বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক। গত বছর শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে কোভিক কীট (করোনা ভাইরাস কিলিং কীট) নামক ডিভাইস আবিষ্কার করেন। কীটটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ২৬শে জুন শনিবার রাতে তার শরীরে কোভিড উপসর্গ দেখা দেয়। এরপর তিনি চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে ভর্তি হন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউতে) আছেন। পাইকগাছা পৌরসভার ৬নং ওয়ার্ড এর বাসিন্দা কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক শেখ ছানার উদ্দিন স্যারের কন্যা। দাদার বাড়ি সাতক্ষীরা জেলার তালা উপজেলা বালিয়াদহ গ্রামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here