কোরবানির জন্য প্রস্তুত নড়াইলের বুলেট

0
335

মিশকাতুজ্জামান,নড়াইল : নড়াইলে আসন্ন কোরবানির ঈদে বিক্রির জন্য বুলেট নামের বিশাল একটি গরু প্রস্তুত করা হয়েছে। বুলেটকে এবার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন তার মালিক সদর উপজেলার বিছালী গ্রামের শওকত মোল্যা। গরুটি শান্ত প্রকৃতির ও কালো রংয়ের হওয়ায় তার নাম রাখা হয়েছে বুলেট। মঙ্গলবার (৬ জুলাই) গরুর মালিক শওকত মোল্যা জানান, বুলেটের বয়স ৩ বছর ৪ মাস, দৈর্ঘ্য প্রায় ৯ ফুট, উচ্চতা ৭ ফুট, বুকের ব্যাস ৮ ফুট এবং ওজন ১৬ মনের বেশি। এবার কোরবানির ঈদে তাকে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। গরুর মালিক শওকত দাবি করেন, জেলার মধ্যে বুলেট সবচেয়ে বড় গরু। ক্ষতিকর ও মোটাতাজা করণের কোনো প্রকার ঔষধ ছাড়াই স্বাভাবিক খাবারে বড় করা হয়েছে। বিশাল দেহের অধিকারী হওয়ায় প্রতিদিন বুলেটকে দেখতে অনেকেই ভিড় করছেন। মাঝে মাঝে গরু ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা আসছেন গরুটি কিনতে। গরুর দাম ধরা হয়েছে ৪ লাখ টাকা। তিনি আরও বলেন, গরুটি ব্যবসায়ী ছাড়া সাধারণ মানুষের কাছে বিক্রি করতে চাই। ব্যবসায়ীরা গরুকে অনেক কষ্ট দিয়ে থাকে। ঠিকমত খেতে দেয়না, যাতায়াতেও অনেক ভোগান্তি হয়। বিশেষ করে এই করোনাকালে হাটে না গিয়ে বাড়ি থেকেই বুলেটকে বিক্রি করতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here