কুষ্টিয়ায় করোনা শনাক্তে রেকর্ড ঠাঁই নেই হাসপাতালে

0
430

কুষ্টিয়া প্রতিনিধি : কঠোর স্বাস্থ্যবিধি নির্দেশনার মধ্যেও কুষ্টিয়ার করোনা সংক্রমণ বেড়েই চলেছে। জেলা করোনা ডেডিকেটেড হাসপাতালে জায়গা নেই। সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জনের করোনা পজেটিভ ও দুইজনের করোনা উপসর্গ ছিল বলে নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের সেবিকা ইনচার্জ (স্টাফ নার্স) দীপ্তিরানী। আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাক্তার তাপসকুমার সরকার জানান, করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২০০ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন ২৬২ জন রোগী। প্রায় ৭০ শতাংশ রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। এদিকে, পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় জেলায় এক হাজার ২২১ জনের নমুনা পরীক্ষা করে একদিনে রেকর্ড ৪৩২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৫.৩৮ শতাংশ। এদিকে, চলমান সাত দিনের লকডাউনে স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও যত দিন যাচ্ছে তত বেশি মানুষ বাইরে বের হচ্ছেন। স্বাস্থ্যবিধি মানছেন তারা। এদিকে, সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে সোমবার দিনভর অভিযান চালিয়ে ৬২ জনের কাছ থেকে ৪৫ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here