অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করল নওয়াপাড়া খাদ্য গুদামের কর্মকর্তা

0
332

নওয়াপাড়া অফিস : যশোর অভয়নগর উপজেলার নওয়াপাড়া খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল আদনান । শুক্রবার সকাল ১১টায়। অসহায় কর্মহীন মানুষের মাঝে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করেছেন। ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষকে একবেলা খাবার দিতে উপজেলার নওয়াপাড়া রেলস্টেশন ও মেইন সড়কের পাশে অবস্থান করা অসহায়, ছিন্নমূল, শারীরিক প্রতিবন্ধী, ভিুক, রিকশাচালক, শ্রমজীবী মানুষের মাঝে প্যাকেট করা খাবার বিতরণ করছেন ইসমাইল আদম ও তার স্ত্রী মেহবুবা সুলতানা। এ উদ্যোগ বিষয়ে জানতে চাইলে ইসমাইল আদম বলেন, ‘করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় সবকিছুই বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে সবচেয়ে বিপদে পড়েন শহরের অসহায়, দরিদ্র মানুষ। তাঁরা খাবার সংকটে পড়েন। তাই এই মানুষগুলোর কষ্টের কথা চিন্তা করেই নিজের সামর্থ্য অনুযায়ী তাঁদের মুখে একবেলা খাবার তুলে দেওয়ার উদ্যোগ নিই। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান , এতিম খানা,মসজিদ মাদ্রাসার কজে সাহায্য সহ-যোগিতা করে যাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here