কোভিডে যশোরে ১২, কুষ্টিয়ায় ৯ মৃত্যু

0
284

কুষ্টিয়া প্রতিনিধি : কোভিডে আক্রান্ত হয়ে যশোরে এক দিনে ১২ জন আর কুষ্টিয়ায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। যশোরের সিভিল সার্জন দপ্তরের স্বাস্থ্য কর্মকর্তা রেহনেওয়াজ বলেন, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা মারা যান। একই সময়ে যশোরে ৯৩৯ জনের পরীায় ৩১১ জনের পজিটিভ এসেছে। তাছাড়া গত ২৪ ঘণ্টায় যশোর সদর হাসপাতালে কোভিডের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ। তিনি বলেন, এ হাসপাতালের রেড জোনে সোমবার সকালে ভর্তি ছিলেন ১৬২ জন আর ইয়েলো জোনে ৬৬ জন। একই সময় রেড জোনে ভর্তি হয়েছেন ৩৮ আর ইয়েলো জোনে ৩৭ জন। একই সময়ে কুষ্টিয়ায় কোভিডে নয়জন মারা গেছেন বলে জেলার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান।
তিনি বলেন, তাছাড়া এই সময়ে কুষ্টিয়ায় উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও পাঁচজনের। এর মধ্য দিয়ে জেলায় মোট ৩৫০ কোভিড রোগীর মৃত্যু হল। একই সময়ে জেলায় এক হাজার ২৭ জনের পরীায় ২৭৭ জনের পজিটিভ এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here