করোনার প্রভাব: মণিরামপুরে এস এম ইয়াকুব আলী’র খাদ্য সামগ্রী বিতরণ

0
394

করোনা ভাইরাসে মণিরামপুরে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় তিনি ব্যক্তি উদ্যোগে এ সহযোগিতার হাত বাড়ি দিয়েছেন। সোমবার সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার শ্যামকুড় উত্তরপাড়া এলাকায় এস এম ইয়াকুব আলীর পক্ষে গরীব, অসহায়, দুস্থ ও অস্বচ্ছল পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা বন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন, সদস্য রকি আহম্মেদ, সাংবাদিক তাজাম্মূল হুসাইন, ব্যবসায়ী রাসেল হোসেন, আতিয়ার রহমান, আকরামুজ্জামান প্রমুখ। এস এম ইয়াকুব আলী বলেন, মা মাটি মানুষ ও মাতৃভূমির কাছে প্রতিটি মানুষই ঋণি। সেই আত্ম-উপলদ্ধি থেকেই মানুষদের জন্য কিছু করা। আল্লাহ তৌফিক দিলে ভবিষ্যতেও এ সকল অসহায় ও দুঃস্থদের মাঝে সাহায্যে সহযোগিতা অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here