দেবহাটার পারুলিয়ায় গুচ্ছগ্রামওপাতাখালী পারাপারের একমাত্র ব্রীজটির বেহাল দশা

0
246

আবুল হাসান দেবহাটা (সাতীরা) প্রতিনিধি ঃ সাতীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের পাতাখালীওগুগ্রাম।এই দুই পারে পারাপারের এক মাত্র ব্রীজটির বেহাল দশা।দীর্ঘ দিন ধরে ব্রীজটি বেহাল দশা অবস্থায় থাকলেও দেখার কেউ নেই। সরজমিনে দেখা যায় ব্রীজটির সর্বস্থারে ভয়ংকর ফাটোল।যে কোন সময় পারাপার কালে ব্রীজটি ভেঙে জনসাধারণের মৃত্যু হওয়া সাভাভীক অবস্থা হয়ে রয়েছে।প্রতিনিয়োত হাজার হাজার জনসাধারণ পারাপার হয়। গুচ্ছগ্রামে রয়েছে আশ্রয় কেন্দ্রও স্কুল।পাতাখালী রয়েছে জামে মসজিদ। ০৯ নং ওয়ার্ডের মেম্বর মোকাররম শেখের সাথে ব্রীজটির বিষয় কথা হয়।তিনি বলেন অতিদ্রুত ব্রীজটি পূর্ণ রায় নতুন করা না হলে যে কোন সময় ভেঙে যেয়ে মানুষের মৃত্যু অবধারীত বলে মনে করি।তাই তিনি যশোর কে বলেন,এলাকাবাসীর পে ব্রীজটি নতুন করার জন্য সরকার কতৃপরে কাছে জোর দাবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here