ঝিনাইদহে গত দুই মাসে আত্মহত্যা করেছে ৯৩জন, শীর্ষে ঝিনাইদহ সদর

0
267

সাইফুল ইসলাম,মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ ঝিনাইদহ জেলায় গত ২মাসে আত্মহত্যা করেছে ৯৩জন। সবচেয়ে বেশী আত্মহত্যা করেছে ঝিনাইদহ সদর উপজেলায়। ঝিনাইদহ জেলা প্রশাসক অফিস সূত্রে প্রকাশ, গত মে ও জুন মাসে এই জেলায় আত্মহত্যা করেছে ৯৩জন। এরমধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৩৬জন, শৈলকুপায় ১৫জন, হরিনাকুন্ডে ৯জন, কালীগঞ্জে ১৪জন, কোটচাঁদপুরে ৮জন, মহেশপুরে ১১জন আত্মহত্যা করেছে। সর্বাধিক আত্মহত্যা করেছে ঝিনাইদহ উপজেলায় ৩৬জন। আত্মহত্যাকারীদের মধ্যে ৪৭জন পুরুষ এবং ৪৬ নারী রয়েছে। ফাঁসিতে ও বিষপানে আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসক মজিবর রহমান আত্মহত্যা প্রতিরোধে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করার আহবান জানিয়েছেন। এছাড়া তিনি আত্মহত্যা থেকে বেঁচে যাওয়া চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশনা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here