মহেশপুরে যুবক কে গাছের সাথে বেধে নির্যাতনের অভিযোগ

0
283

মহেশপুর প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুরের সূর্য্যদিয় গ্রামের মৃত আরশেদ মন্ডলের ছেলে শরিফুল ইসলাম(২৮)কে ৩ আগষ্ট বিকালে কুড়িপোল প্রাইমারী স্কুলের নিকট গেলে উপজেলার সিবানন্দ গ্রামের আব্দুল মালেকের ছেলে পিন্টু(৩০) ও অঞ্জাত ৪/৫ জন জোর করে একটি ইজিবাইকে তুলে পিন্টুর বাড়িতে নিয়ে গাছের সাথে বেধে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। এই দৃশ্য কে বা কারা দেখে ৯৯৯ ফোন করে সাথে সাথে মহেশপুর থানার এসআই শরিফ ও এএসআই সজল ঘটনাস্থলে পৌছিয়ে শরিফুল ইসলাম ও পিণ্টুকে থানায় নিয়ে আসে। বুধবার সকালে শরিফুল ইসলাম কে একটি পেনডিং মামলায় চালান দেয় বলে তার আত্মীয় স্বজনরা জানিয়েছেন। এএসআই সজল এর সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন ৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনা স্থায়ে যেয়ে তাদের কে থানায় এনেছি এর বাইরে কিছুই বলতে পারবো না। মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান শরিফুল ইসলাম একজন গরু চোর। মাদক ব্যবসায়ী শরিফুল চোরাই গরু পিন্টুর টলিতে জোর করে তুলেছিল মহেশপুর পৌরসভার মেয়র সাহেব একবার তার বিচার করেছে,শরিফুলকে কোটে চালান দেওয়া হয়েছে এবং পিন্টু কে মোচনামা দিয়ে তার অভিভাব দের কাছে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here