মুজিব বর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষে চৌগাছায় বৃক্ষ রোপন ও চারা বিতরণ

0
452

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় মুজিব বর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণ উপলক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চৌগাছার আয়োজনে আজ বুধবার (১১ আগষ্ট) দুপুরে উপজেলার চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে এক অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুইশ কৃষকের মধ্যে প্রত্যেককে দুটি করে মোট চারশতটি চারা তিবরণ করা হয়েছে। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল হাসান। উপজেলা কৃষি কর্মকর্তা সমরেন সরকারের পরিচালনায় বিশেষ অতিথির কক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর জেলার প্রশিক্ষক দিপঙ্কর দাস, অতিরিক্তি উপ-পরিচালক (পিপি) সৌমিত্র সরকার, চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ। উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকতা ইসতিয়াক আহমেদ, চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, বিদ্যালয়ের সভাপতি স্থানীয় আওয়ামীলীগ নেতা পান্নু আহমেদ, কৃষি উপসহকারি সাইফুল ইসলাম, তাপস কুমার ঘোষ, আমিরুল ইসলাম, মুসলিমা খাতুন প্রমুখ। অনুষ্ঠানের বক্তারা বলেন, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য সুরা এবং অর্থনৈতিক সমৃদ্ধির ল্েয দেশী ফলের চাষ বৃদ্ধির জন্য জনগণকে কার্যকর ভাবে উদ্ধূদ্ধ করার জন্য মুুজিব বর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রান্তিক কৃষকদের মাঝে দেশী ফলের চারা তিরণ করা হচ্ছে। বক্তারা আরো বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পুর্ণতা অর্জন করেছে। এখন প্রয়োজন পুষ্টি চাহিদা পুরণের ল্েয বেশী করে দেশী জাতের ফলদ বৃরে চারা রোপন করা যেন সারা বছর বিভিন্ন রকমারী ফল পাওয়া যায়। প্রাকৃতিক পরিবেশ সুস্থ ও নির্মল রাখতে গাছের ভূমিকা অপরিহার্য। গাছ আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, আসবাবপত্র, যানবাহন, কৃষি যন্ত্রপাতি, ওষুধ, প্রাকৃতিক সৌন্দর্য, ছায়া ও জ্বালানী কাঠ প্রভৃতির যোগান দিয়ে থাকে। প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সত্যিকারের দেশ প্রেমের মনোভাব নিয়ে তথা জাতীয় স্বার্থে ও দেশের কল্যানে বেশী বেশী করে বৃ রোপণ ও সংরনে ব্র্রতী হওয়ার আহ্বান জনায় বক্তারা। আলোচনা শেষে অনুষ্ঠানের অতিথিগণ দুইশত কৃষকদের মাঝে দু’টি করে মোট চারশত টি বিভিন্ন দেশি প্রজাতির ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন এবং স্কুল আঙ্গিনায় দুটি ফলদ বৃক্ষের চারা রোপন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here