মহেশপুর সীমান্তে নারী ও শিশুসহ ১১জন আটক

0
545

মহেশপুর অফিস, ঝিনাইদহ ঃ মহেশপুরের সামন্তা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে নারী ও শিশুসহ ১১জনকে আটক করেছে ৫৮ বিজিবি। ৫৮ বিজিবির প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, বুধবার রাতে ৫৮ বিজিবির অধিনস্ত সামন্তা বিওপির টহল দল অভিযান চালিয়ে উপজেলার মমিনতলা মোড় থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার শরণখোলা থানার পূর্ব খোন্তাকাটা গ্রামের লৎফর হাওলাদারের স্ত্রী নাসিমা খাতুন(৪১), তার ছেলে নাজমুল হাসান(১৯), একই গ্রামের দুলাল হাওলাদারের ছেলে রিয়াজ(১৯),আজিম হাওলাদারের স্ত্রী নয়না আক্তার(২৯),তার শিশু পুত্র নাইম(০৩),রফিকুলের স্ত্রী শারমিন আক্তার(২৭), তার কন্যা নুরজাহান(১৪) ও দুই শিশু পুত্র বাইজিত(০৮) ও আব্দুল্লাহ(১.৫),মৃত সামছুল হকের স্ত্রী রুপিয়া(৫৫), একই জেলার মোংলা পোর্ট পৌরসভার আরজি মাকরঢোন গ্রামের দুলাল তালুকদারের স্ত্রী মিনারা বেগম(২৯)। মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান,এ ব্যাপারে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে আটককৃতদেরকে আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here