শোককে শক্তিতে রুপান্তরিত করতে হবে -রনজিৎ রায় এমপি

0
255

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রনজিৎ কুমার রায় বলেছেন, শোকের মাসে শোককে শক্তিতে রূপান্তরিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে ১৫ আগস্ট এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলা একইসূত্রে গাঁথা। সকল অপশক্তিকে রুখে দিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে।
এদিন সকাল ৮ টায় স্থানীয় সংসদ সদস্য রনজিৎ কুমার রায়ের নেতৃত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় । এরপর সকাল ৯ টায় অফিসার্স কাবে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার তানিয়া আফরোজ।এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রনজিৎ কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী, পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ ,মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস,পৌর আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন প্রমুখ। এদিকে বেলা ১১ টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য রনজিৎ কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী,আওয়ামীলীগ নেতা হরিপদ রায়,উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক জুলফিকার আলী জুলাই, আওয়ামীলীগ নেতা অধ্য আজগর আলী,উপজেলা আওয়ামীলাগের সাবেক যুগ্ম সম্পাদক অরুন অধিকারী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ,পৌর আওয়ামীলীগের আহবায়ক ও পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ, চেয়ারম্যান আয়ুব হোসেন বাবলু, উপজেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক কামরুজ্জামান লিটন প্রমুখ আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here