বিজিবি’র মহাপরিচালকের মহেশপুর সীমান্ত পরিদর্শন

0
298

সাইফুল ইসলাম,মহেশপুর(ঝিনাইদহ)অফিস ঃ বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)এর মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম বিজিবিএম(বার) বুধবার দিনব্যাপী ৫৮ বিজিবি’র ব্যাটালিয়ন সদর সহ মহেশপুর সীমান্ত পরিদর্শন করেন। ৫৮ বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার সকালে হেলিকপ্টার যোগে মহাপরিচালক ৫৮ বিজিবির ব্যাটালিয়নে আসেন। এ সময় তিনি বিজিবি’র বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষন ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি মহেশপুর সীমান্তের পোলিয়ানপুর বিওপিতে বিজিবি’র সকল স্তরের সদস্যদের সাথে কুশলাদি ও মতবিনিময় করেন এবং সৈনিকদের সাথে মধ্যহৃভোজে অংশ নেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক বেনজীর আহম্মেদ, বিজিবিএমএস,অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান,এনডিসিপিএসসি,যশোর রিজিয়ন কমান্ডার কর্ণেল মহিউদ্দিন মোঃ জাভেদ, কুষ্টিয়া সেক্টর কমান্ডার লেঃ কর্ণেল আরেফুর রহমান এসপিপি, ৫৮ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল আহসান সহ অন্যান্য অফিসারগন। পরিদর্শনকালে তিনি মহেশপুর সীমান্তের বিভিন্ন বিষয়ে খোজ-খবর নেন। রাস্তাঘাটসহ বিজিবি’র টহলের নানা বিষয়ে অবগত হন। কর্মব্যস্ত দিন পার করে বিকালে তিনি মহেশপুর ত্যাগ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here