মহেশপুর সীমান্তে এক সপ্তাহে শিশুসহ ৭২ জন আটক

0
268

সাইফুল ইসলাম,মহেশপুর অফিস ঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে গত এক সপ্তাহে নারী ও শিশুসহ ৭২ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে বিজিবি তাদেরকে আটক করে। বিজিবি’র প্রেস রিলিজ সূত্রে প্রকাশ, ৫৮ বিজিবি’র অধিনস্ত বাঘাডাঙ্গা,মাটিলা,কুশুমপুর,খোসালপুর ও যাদবপুর বিওপির টহল দল গোপন সূত্রে পৃথক অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ২৪জন নারী ও ৪৬জন পুরষ ও ২জন শিশুকে আটক করে । মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে পৃথক পৃথক মামলা হয়েছে। যারা বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় আটক হয় তাদেরকে আদালতে সপোর্দ করা হয়েছে এবং ভারত থেকে অনুপ্রবেশকারীদেরকে মহেশপুর মহিলা কলেজে ১৪ দিনের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ৫৮ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল আহসান জানান, সীমান্তে অবৈধ পারাপার ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here