৭৫ পাউন্ড কেক কেটে মুক্তিযোদ্ধাদের নিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন যশোর যুবলীগের

0
279

নিজস্ব প্রতিবেদক : যশোরে ৭৫ জন বীরমুক্তিযোদ্ধাকে সাথে নিয়ে ৭৫ পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উদযাপন করেছে জেলা যুবলীগ। মঙ্গলবার দুপুরে প্রেসকাবে এই জন্মদিনের উৎসবের আয়োজন করা হয়। উৎসব থেকে ৭৫ জন বীরমুক্তিদ্ধোকে শুভেচ্ছা উপহার হিসেবে পাঞ্জাবী দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিসদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুলের সভাপতিত্বে জন্মদিনের উৎসবে শুভেচ্ছা বক্তব্য দেন সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আফজাল হোসেন দোদুল। এসময় আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, জেলা যুবলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মারুফ হোসেন বিপুল, ত্রাণ ও পুনঃবাসন সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি দাউদ হোসেন দফাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সোহরাব হোসেন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজাহারুল ইসলাম মাজাহার, শহীদুজ্জামান শহীদ, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান শহিদ, জেলা শ্রমিকলীগের শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাফর ইকবাল প্রমুখ। অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সোমবার শহরের দড়াটানায় থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য ৭৫ ব্যাগ রক্ত দান করেন যুবলীগের নেতাকর্মীরা। শনিবার সদর উপজেলা যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। আর রবিবার সদর উপজেলার ১৫টি ইউনিয়নের যুবলীগের নেতাকর্মীদের মধ্যে এক হাজার ৫০০ চারা বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here