ভ্রাম্যমান প্রতিনিধি, দেবহাটা: দেবহাটার নাংলা খাদিজাতুল কোবরা (রাঃ) হাফিজিয়া মাদ্রাসায় স্থায়ীদাতা সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার রাতে মাদ্রাসা প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব হাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এ্যাডভোকেট আব্দুস সামাদ, সমাজসেবক আলহাজ্ব মহাসিন আলি মোল্যা, আলহাজ্ব লুৎফর রহমান, ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক, প্রাক্তন ইউপি সদস্য শওকত আলী গাজী, নাংলা বাজার মসজিদের সাধারণ সম্পাদক ওমর আলী প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুর রহমান বিশ্বাস। নওয়াপাড়া সিদ্দকিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মাওঃ মহিব্বুল্যাহ এর সঞ্চালনায় দাতারা মাদ্রাসার আগামীর অগ্রযাত্রায় আন্তরিক সহযোগিতার আশাবাদ ব্যাক্ত করেন। অনুষ্ঠান শেষে স্থায়ী দাতা সদস্যদের সনদ প্রাদান করা হয়।
Home
খুলনা বিভাগ দেবহাটার নাংলা খাদিজাতুল কোবরা (রাঃ) হাফিজিয়া মাদ্রাসায় স্থায়ীদাতা সদস্যদের সংবর্ধনা














