করোনার টিকা প্রদানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

0
247

সামিউল মন্টি ঃ কোভিড-১৯ এ শ্যামনগরে করোনা টিকা দানে অনিয়ম ও দুর্নীতির প্রতিকারের দাবিতে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর অভিযোগ করেছেন।
শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের দেওল গ্রামের এলাকাবাসীর পক্ষে ২৫/৩০ জন স্বাক্ষরিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর অভিযোগে উল্লেখ করেছে- ০৪/১০/২১ তারিখ শ্যামনগর স্বাস্থ্য বিভাগ থেকে ১ জন স্বাস্থ্য কর্মী এসে দেওল গ্রামের মৃত লোকমান গাজীর পুত্র হামি গাজীর বাড়িতে বসে প্রত্যেকের নিকট থেকে ৫০ টাকা করে নিয়ে এলাকার ২৫/৩০ জন নারী-পুরুষকে করোনা টিকা প্রদান করে। টিকা দেওয়ার সময় রেজিষ্ট্রেশন কার্ডগুলি নিয়ে নেয়। গ্রামে যেয়ে টাকা নিয়ে টিকা দেওয়ার বিষয়টি শ্যামনগর টি.এইচ.এ. জানতে পেরে থানা থেকে পুলিশ পাঠিয়ে দেন এবং ইউনিয়ন স্বাস্থ্য কর্মী আক্তার হোসেনকে পাঠিয়ে দেন। বিষয়টি জানতে পেরে টিকা দাতা এলাকা থেকে চলে যান। কিন্তু টিকা কার্ডগুলি ফেরত দেন নাই। ২ দিন পর উক্ত হামিদের মাধ্যমে ফেরত দিয়েছেন। টিকার কার্ডে সিল দেন নি ও স্বাক্ষর করেন নি। ইউনিয়ন স্বাস্থ্যকর্মী আক্তার ্ইউপি মেম্বরের সামনে টিকা গ্রহনকারীদের বক্তব্য শোনেন এবং রেকর্ডিং করে টি.এইচ.এ. এর নিকট রিপোর্ট দেন। টি.এইচ.এ এর নিকট কি রিপোর্ট দিয়েছেন জানতে চাইলে আক্তার হোসেন বলেন, কি রিপোর্ট দিয়েছি বলা যাবে না। এ অবস্থায় যারা টিকা দিয়েছেন তারা ২য় ডোজ টিকা ও ভ্যাকসিন সার্টিফিকেট পাবে কিনা এ দিধা সংকোচের মধ্যে আছে এবং এ অনিয়ম দুর্নীতির প্রতিকার ও ২য় ডোজ টিকা পাওয়ার দাবিতে টি.এইচ.এ বরাবর অভিযোগ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here