নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের (বেড়গোবিন্দপুর) একটি ভোট কেন্দ্র স্থানান্তর নিয়ে দ্বিধাবিভক্ত এলাকাবাসী। স্থানীয় ইবতেদায়ী মাদরাসায় ভোট কেন্দ্রটি স্থানান্তরে আপত্তি জানিয়েছেন এলাকাবাসীর একাংশ। ওই মাদরসা বাদে অন্য জায়গায় ভোট কেন্দ্র স্থানান্তরের দাবিতে সোমবার জেলা নির্বাচন অফিসার বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। স্মারকলিপিতে এলাকাবাসীর পে স্বার করেছেন ৬নম্বর ওয়ার্ডের মেম্বর প্রার্থী বাবুল আক্তার, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান মানিক, বর্তমান সভাপতি নাজিম উদ্দীন সরদার, সাধারণ সম্পাদক আবদুর রশিদ, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আক্তারুজ্জামান পাভেল ও সাধারণ সম্পাদক তবিবর রহমান। তাদের দাবি, আগামি ১১ নভেম্বর যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের আগে ৬ নম্বর ওয়ার্ডের (বেড়গোবিন্দপুর) ভোট কেন্দ্রটি স্থানান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভুল তথ্য দিয়ে কৌশলে মেম্বর প্রার্থী মহব্বত আলী ও মহিলা মেম্বর প্রার্থী শাহানারা খাতুনকে সুবিধা দিতে তাদের বাড়ি সংলগ্ন মাদরাসায় কেন্দ্রটি স্থানান্তর করা হচ্ছে। জনস্বার্থ বিবেচনায় কেন্দ্রটি পূর্বের স্থান অথবা কমিউনিটি কিনিকে স্থানান্তরের দাবি করা হোক। এ বিষয়ে চৌগাছা উপজেলা নির্বাচন অফিসার সেলিম রেজা বলেন, আগে ব্র্যাক স্কুলে কেন্দ্রটি ছিল। বর্তমানে সেই স্কুল আর নেই। এজন্য কেন্দ্র স্থানান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। জেলা নির্বাচন অফিসার সরেজমিনে পরিদর্শন করে সম্ভাব্য তিনটি জায়গার সুবিধা-অসুবিধা উল্লেখ করে নির্বাচন কমিশনে রিপোর্ট পাঠিয়েছেন। নির্বাচন কমিশন এখনো সিদ্ধান্ত নেয়নি। এক প্রশ্নের জবাবে সেলিম রেজা বলেন, ওই কেন্দ্রে ১২শ’ বেশি ভোটার রয়েছে। ছয়জন প্রার্থীর এজেন্ট, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বসার জায়গা হবে না ওই কমিউনিটি কিনিকে। সেখানে ছোট ছোট মাত্র দুটি ক রয়েছে। অপরদিকে ইবতেদায়ী মাদরাসায় ক সংকট নেই। সামনে ফাঁকা জায়গাও আছে। কেন্দ্রটি স্থানান্তর নিয়ে এলাকাবাসী দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
Home
যশোর স্পেশাল চৌগাছায় ভোট কেন্দ্র স্থানান্তর নিয়ে দ্বিধাবিভক্ত জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি
তালায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, দুই মেশিন জব্দ, ৫০ হাজার টাকা
তালা ( সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় অবৈধভাবে ভূগর্ভস্থ বালু উত্তোলনের অভিযোগে পৃথক দুটি অভিযানে দুটি মেশিন জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা...
১০ বছর পর বিএনপিতে ফিরলেন আবু তাহের সিদ্দিকী
খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব...
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ফতেপুরে এইচবি ব্রিক্সে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকেলে...
ঝিনাইদহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
কামরুজ্জামান লিটন ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ড এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে এক অবহিতকরণ ও...
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ও ৯...
বেনাপোল থেকে এনামুল হকঃ বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে দুই জন মৃত ব্যক্তির পরিবারকে এক লক্ষ টাকা দেওয়া হয়,...















