ডুমুরখালি গ্রামে জমি-জায়গা নিয়ে ঝামেলা, মা-মেয়েকে মারপিট, থানায় অভিযোগ

0
406

রাজগঞ্জ প্রতিনিধি : মণিরামপুর উপজেলার ডুমুরখালি গ্রামে জমি-জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপ গণি মোড়লসহ কয়েক এক অসহায় পরিবারের মা-মেয়েকে এলোপাতাড়ি মারপিট করেছে। এঘটনায় মণিরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। গত ২০ অক্টোবর-২০২১, বুধবার বেলা ১১টার দিকে মণিরামপুর উপজেলার ডুমুরখালি গ্রামে অসহায় দিনমুজুর আব্দুল জলিল মোড়লের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযোগে উল্লেখ করা হয়েছে- জমি-জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ও পূর্বশত্রুতার জেরধরে প্রতিপরা ডুমুরখালি গ্রামের অসহায় দিনমুজুর আব্দুল জলিল মোড়লের মেয়ে জান্নাতি খাতুনকে (২৪) অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন গালিগালিজ করতে নিষেধ করলে তারা এলোপাতাড়ি ভাবে কিল, ঘুশিসহ বাঁশের লাঠি দিয়ে মারপিট করে। তখন জান্নাতির মা মোমেনা বেগম (৪৫) এগিয়ে আসলে তাকেও মারপিট করে। এতে ওই মা-মেয়ে শরীরের বিভিন্ন জায়গায় নীলাফোলা জখম হয়। এ ঘটনায় মোছাঃ জান্নাতি খাতুন বাদী হয়ে ঘটনার দিনই মণিরামপুর থানায় প্রতিপ ডুমুরখালি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মোঃ গণি মোড়ল (৪৫), মোঃ রবিউল মোড়ল (৪০) ও মোঃ বদর মোড়ল (৫২) এদেরকে বিবাদী করে ও ডুমুরখালি গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ দাউদ হোসেন (৩৫) ও তাজপুর গ্রামের মোঃ আইয়ুব হোসেনের ছেলে মোঃ শাওন হোসেনকে (২৪) স্বাী রেখে অভিযোগ দায়ের করেছে। জান্নাতি খাতুন বলেন- আমার বাবা একজন অশিতি অসহায় মানুষ। আমার বাবা স্থানীয় জশোর মোড়লের কাছ থেকে জমি ক্রয় করে এবং সেই জমিতে বসতঘর তৈরি করে প্রায় ৩৫ বছর ধরে এখানে বসবাস করছি। এখন এই জমি এওয়াজ বদল নিয়ে জশোর মোড়ল ও গণি মোড়লদের মধ্যে ঝামেলা চলছে। সেই ঝামেলার জের ধরে আমাদের বসতবাড়ির জমি গণি মোড়লরা বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছে এবং আমাদের লাগানো প্রায় ৯ ল্য টাকার বিভিন্ন ফল-ফলাদির গাছ কেটে নেয় এবং জমি দখলের চেষ্টা চালায়। এঘটনায় গণি মোড়লরা আমাদের এলোপাতাড়ি মারপিট করে এবং বসতবাড়ি থেকে উচ্ছেদ করাসহ খুন জখমের হুমকি প্রদর্শন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here