সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতীরা সদর উপজেলার বৈকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকা ও মোটরসাইকেল প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যায় সাতীরা সদর উপজেলার ঘোনা বিজিবি ক্যাম্প সংলগ্ন কোয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আজ বৃহস্পতিবার বিকাল পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এ ঘটনায় নৌকার প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে বাদি হয়ে বৃহস্পতিবার রাতে ১৫ জন জ্ঞাত ও অজ্ঞাত ৫০/৬০ জনকে অঅসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৈকারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু মো. মোস্তফা কামাল মোটরসাইকেল প্রতিক পাওয়ার পর সন্ধ্যার দিকে সাতক্ষীরা থেকে মোটরসাইকেল শোডাউন নিয়ে এলাকায় যান। পথিমধ্যে ঘোনা বিজিবি ক্যাম্প সংলগ্ন কোয়ারপাড়া এলাকায় পৌছালে নৌকার প্রার্থী আসাদুজ্জামান অসলের বড় ছেলে মো. ইনজামুল হক ইমজা নৌকার কর্মী-সমর্থকদের নিয়ে মোটরসাইকেল প্রতীকের শোডাউনে বাঁধা প্রদান করলে এ সংঘর্ষ বাঁধে। এ সময় টহলরত সাতীরা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ঘটনাস্থালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আহতরা হলেন, মোটর সাইকেল প্রতিকের কর্মী আয়ুব আলী ভুট্টো, আনিসুর রহমান, মুনছুর আলী, শিমুল হোসেন, ছবুর আলী, রাশেদুজ্জামান, শাহীন, নৌকা প্রার্থীর ছেলে এনজামুল হক ইমজা ও হৃদয় হোসেনসহ ১৭ জন। বৈকারী ইউনিয়ন পরিষদের মোটরসাইকেল প্রতীকের প্রার্থ প্রার্থী আবু মো. মোস্তফা কামাল জানান, বিকালে মোটরসাইকেলে করে কর্মী-সমর্থকদের নিয়ে সাতক্ষীরা শহর থেকে এলাকায় যাচ্ছিলাম। এসময় অসলের ছেলে ইমজার নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর আক্রমণ করে। এতে আমার কমপক্ষে ৯ জন কর্মী আহত হন। এছাড়া সন্ত্রাসীরা বৃহস্পতিবার সকালেও আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা করে। নৌকার প্রার্থী চেয়ারম্যান আসাদুজ্জামান অসলে জানান, মোস্তফা কামালের সন্ত্রাসী বাহিনী আমার দুই ছেলে ইনজা ও হৃদয়সহ কমপক্ষে ৮ জন কর্মীকে পিটিয়ে আহত করে। রাতে আমার ঘর-বাড়ি ভাঙচুর করে তারা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, বৈকারীর এ ঘটনায় আসাদুজ্জামান অসলে বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে এ ঘটনায় জড়িত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন, বাকী আসামীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন বিএনপির...
স্টাফ রিপোর্টার ।। জাতীয় ঐক্যের প্রতীক, বিএনপি চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যশোর সদর...
দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে যশোরে নাগরিক সমাজের মানববন্ধন
যশোর অফিস : দেশব্যাপী সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ এবং নারী ও শিশু নির্যাতনের প্রতিরোধ ও বিচারের দাবিতে যশোরে মানববন্ধন করেছে নাগরিক সমাজ।
সোমবার বেলা...
বেনাপোল স্থলবন্দরে অধিকাল ভাতা বন্ধ, কর্মচারীদের ব্যানার টানিয়ে প্রতিবাদ
যশোর অফিস : যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে কর্মরত কর্মচারীদের সরকার নির্ধারিত অফিস সময়ের পর অতিরিক্ত কাজের বিপরীতে প্রাপ্য অধিকাল ভাতা বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ...
মিথ্যা মামলায় ব্যবসায়ী আটকের অভিযোগে যশোরে সংবাদ সম্মেলন
যশোর অফিস : ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বড় ভাইকে আটক করার অভিযোগ তুলে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন বাঘারপাড়া উপজেলার জয়রামপুর গ্রামের বাসিন্দা জুয়েল...
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর উপজেলা পরিষদে আইন শৃঙ্খলা বিষয়ক সভা...
স্টাফ রিপোর্টার : সোমবার সকাল ১১টায় যশোর সদর উপজেলা প্রশাসনের
উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন
শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে...















