মণিরামপুর থানা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন

0
341

রাহাত আলী, স্টাফ রিপোর্টার, মণিরামপুর : এ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেনকে আহবায়ক ও মফিজুর রহমান মফিজকে যুগ্ম আহবায়ক করে মণিরামপুর থানা বিএনপির আহবায়ক কমিটি করা হয়েছে। একই সময়ে খায়রুল ইসলামকে আহবায়ক ও আব্দুল হাইকে যুগ্ম আহবায়ক করে পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। গতকাল শুক্রবার বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত থানা এবং পৌর বিএনপির নির্বাহী কমিটির এক আলোচনা সভায় আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। এ্যাড শহীদ মোঃ ইকবাল হোসেন জানান, পৃথক দুটি কমিটিতে পৃথকভাবে চারজনের নাম আনুষ্ঠানিক ঘোষনা করা হলো। মূলত থানা আহবায়ক কমিটি করা হয়েছে ৩৬ সদস্য বিশিষ্ট। এ কমিটিতে ১৭ ইউনিয়নের সভাপতি ও সম্পাদককে অর্ন্তভূক্তি করা হয়েছে। একই নিয়মে পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। ৯টি ওয়ার্ডে ১৮ জন সভাপতি ও সম্পাদকসহ মোট ২০ সদস্যের এ আহবায়ক কমিটি করা হয়। পৃথক দুটি পদে একই মঞ্চে দুটি সভা অনুষ্ঠিত হয়। থানা বিএনপির নির্বাহী সভায় সভাপতিত্ব করেন এ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন এবং পৌর বিএনপির নির্বাহী সভায় সভাপতিত্ব করেন খায়রুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, মোঃ মুছা, আব্দুস সালাম আজাদ, মারুফুল ইসলাম ও মিজানুর রহমান খান। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি নেতা গাজী আব্দুস সাত্তার, জিএম মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যার মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান বজলুর রহমান, এ্যাড মকবুল ইসলাম ও এ্যাড. মুজিবুর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন সাবেক থানা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিন্টু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here