১। র্যাব তার প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারকচক্র গ্রেফতার, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার এবং সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
বিবরণঃ গত ইং ৩০/১০/২০২১ তারিখ ১৮.১০ ঘটিকার ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি-৩, ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমাঃ মোঃ নাজিউর রহমান ও স্কোঃ কমাঃ অতিঃ পুলিশ সুপার,মোহাম্মদ নাজমুল হাসান রাজিব, (পিপিএম) এর নেতৃত্বে একটি আভিযানিক দল যশোর দড়াটানা এলাকায় অবস্থান কালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন মনিহার মোড়স্থ “যান্ত্রিক পেট্রোলিয়াম” সংলগ্ন আব্দুর রহিম রোডস্থ নাসির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর সামনে কতিপয় ব্যাক্তি মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিত টের পেয়ে ঘনাস্থল হতে দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামী ১। মোঃ সাগর(২২), পিতাঃ সেলিম সিকদার, মাতাঃ আলেয়া বেগম, সাং-বাজালিয়া ০৭ নং-ওয়ার্ড, থানাঃ সাতকানিয়া, জেলাঃ চট্রগ্রাম’কে উপস্থিত স্বাক্ষীদের সামনে ১৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে
৩। উদ্ধারকৃত আলামত ও ধৃত আসামী’কে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর সারনী ক্রমিক ১০ (ক) ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।প্রেস বিজ্ঞপ্তি














