ঝিনাইদহে গরু চোরচক্রের সাত সদস্য গ্রেপ্তার

0
478

রানা আহম্মেদ অভি : ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা থেকে আন্তঃ জেলা গরুচোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। সোমবার (১ নভেম্বর) প্রেস ব্রিফিং করে অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবুল বাশার এই তথ্য নিশ্চিত করেন। বিভিন্ন সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর দিবাগত রাতে কালীগঞ্জ থানাধীন ফয়লা গ্রামের গনজের আলীর বাড়ি থেকে ০৭ টি গরু চুরি হয়। এই ঘটনার এক সপ্তাহ পর আবারও ১৯ অক্টোবর দিবাগত রাতে সদর থানাধীন হামদহ ঘোষপাড়া এলাকার জালাল গাজির বাড়ি থেকে ৬ টি গরু চুরি হয়। উক্ত ঘটনার প্রেেিত কালীগঞ্জ থানা ও ঝিনাইদহ সদর থানায় ০২টি গরু চুরি মামলা রুজু হয়। মামলা রুজুর পরে কালীগঞ্জ থানা পুলিশ ও ঝিনাইদহ সদর থানা পুলিশের যৌথ টিম পুলিশ সুপার, ঝিনাইদহ এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার, ঝিনাইদহ সার্কেল এর নেতৃত্বে তথ্য প্রযুক্তি এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর সনাক্ত করে। কালীগঞ্জে পুলিশ ব্রিফিংয়ে এএসপি আবুল বাশার বলেন, চোর সনাক্ত করন হলে খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ০৭ (সাত) জন আন্তঃজেলা গরু চোর চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতার ও তাহাদের হেফাজত এবং সনাক্ত মতে ছোট-বড় ১৫(পনের) টি গরু উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী-১। উজ্জল কাজী(৩৫) পিতা-আকুব্বর কাজী, সাং- নরেন্দ্রপুর, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট, ২। জিয়া শেখ(৪২) পিতা-মৃত আব্দুল্লাহ শেখ, সাং-লীখোলা, থানা-বটিয়াঘাটা, জেলা-খুলনা, ৩। মোঃ সুজন খান মিলন(৪২) পিতা-মৃত লিয়াকত আলী খান, সাং-শ্যামপাড়া, থানা-চিতলমারী, জেলা-বাগেরহাট, এপি/সাং-তেলিখালী, শ্বশুর-মৃত ফরিদ ডাকাত, থানা-রামপাল, জেলা-বাগেরহাট, ৪। মোঃ আল আমিন কাজী(২৯) পিতা-মৃত নুর মোহাম্মদ কাজী, সাং-ছোট বাহিরদিয়া, থানা-ফকিরহাট, জেলা-বাগেরহাট, ৫। মোঃ সেকেন্দার আলী ফকির(৪৫) পিতা-মৃত আঃ আজিজ ফকির, সাং-জিলেরডাংগা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা, ৬। মোঃ রুবেল গাজী(৩৫) পিতা-আঃ হালিম গাজী, সাং-খলসি, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনা, ৭। শেখ ওহাব(৫০) পিতা-মৃত মজিদ শেখ, সাং-বড় খাজুরা,থানা-ফকিরহাট, জেলা- বাগেরহাট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here