মহম্মদপুর বড়রিয়া মাদ্রাসার ৪তলা ভবনের ভিত্তি স্থাপন

0
271

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা বিভাগের বাস্তবায়নে এবং মাগুরা জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্মাণে মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া এ. ডাব্লিউ ফাজিল মাদ্রাসার ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার। এ উপলক্ষে আলোচনা সভায় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. সৈয়দ শরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি ও ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন। বড়রিয়া এ. ডাব্লিউ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ সাকাওয়াত হোসেনের উপস্থাপনায় আলোচনার শুরুতেই স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ শরীফ আকত্রুজ্জামান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here