বেনাপোল প্রতিনিধি : যশোরে বেনাপোল সীমান্ত থেকে দুই কেজি গাঁজাসহ সুফিয়া খাতুন (৪৫) নামে এক নারী মাদক ব্যবসায়িকে আটক করেছে পোর্টথানা পুলিশ।
শনিবার (৬ নভেম্বর) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন গাজীপুর গ্রামস্থ ১ নং গেটের সামনে আসামি সুফিয়া খাতুন (৪৫) এর নিজ বাড়ি থেকে দুই কেজি গাঁজাসহ আটক করে। আটককৃত আসামি হলেন, পোর্ট থানাধীন গাজীপুর গ্রামের আকবরের স্ত্রী সুফিয়া খাতুন (৪৫)। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।















