থানায় জিডির পরেও নিরাপত্ত্বাহীন সাংবাদিক দিনু

0
235

মালিকুজ্জামান কাকা, যশোর : যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, দৈনিক জনতা পত্রিকার যশোর প্রতিনিধি শেখ দিনু আহমেদের বিরুদ্ধে এলাকার একটি কুচক্রী মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত দীর্ঘ দিন ধরে। ৫ নভেম্বর দুপুর ৩.০৩ মিনিটে তার মোবাইল ফোনে কল করে বিউটি বেগম নামে এক বিতর্কিত মহিলা শেখ দিনু আহমেদের বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন মামলা করার হুমকি দেয়। এ ব্যাপারে ৬ নভেম্বর এলাকার ওই মহিলাসহ দুইজনের নাম উল্লেখ করে কোতয়ালি মডেল থানায় জিডি করেছেন তিনি। জিডি নম্বর- ২৫৬, তারিখ- ০৫/১১/২০২১। উল্লেখ্য, এলাকার কিশোর গ্যাংয়ের মাদক ব্যবসা নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ, এলাকার বিতর্কিত মহিলা বিউটি বেগম ও মহাসিনের অবৈধ কাজের বিরুদ্ধে কথা বলায় চক্রটি সাংবাদিক দিনু আহমেদের বিরুদ্ধে গভীর চক্রান্তে মেতে ওঠে। সাংবাদিক দিনু জিডিতে উল্লেখ করেছেন যে কোনো মুহুর্তে অভিযুক্তরা তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারে। এমনকি ভাড়া করা সন্ত্রাসী দিয়েও তারা শেখ দিনু আহমেদের জান-মালের তি ও তার পরিবারের স্ত্রী-সন্তানদেরও তি করতে পারে চক্রটি। বার বার সন্ত্রাসীদের অপতৎপরতা সেই আশঙ্কা হওয়াটাই স্বাভাবিক। স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে অবৈধ মাদক ও সন্ত্রাসী চক্র সাংবাদিক দিনু আহমেদের জীবন বিষাক্ত করে তুলেছে। কোন রাজনৈতিক পরিচয় না থাকার পরেও এরা এই কলম সৈনিকের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here