পাইকগাছার সন্তান লিলিমা আক্তার জেলা পরিষদের মেম্বার সদস্য প্রার্থী

0
370

কপিলমুনি প্রতিনিধি ঃ আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচনে মেম্বার সদস্য পদপ্রার্থী হিসেবে লিলিমা আক্তার লিজা (৩৫) সকলের দোয়া কামনা করেছেন। তিনি পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের ইসহাক আলী মোড়লের সন্তান। দাম্পত্য জীবনে দুই কন্যা সন্তানের জননী। তার মাতা আছিয়া বেগম। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দুঃখ দুর্দশায় তাদের পাশে গিয়ে সাহায্যে ও সহানুভূতি প্রকাশ করে আসছে। সম্প্রতি সময়ে অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনে সে সংরতি মহিলা সদস্য হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। রাজনৈতিক কর্মদতায় তিনি একজন আওয়ামী মহিলালীগ নেত্রী। জেলা পরিষদের মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হলে তিনি জনগণের জন্য কি করতে চান এমন প্রশ্নের উত্তরে এপ্রতিবেদকের সাথে আলাপকালে বলেন, আমি সাদামাঠা প্রত্যন্ত অঞ্চল অত্র উপজেলার কাশিমনগর গ্রামের একজন সন্তান। ব্যক্তিময় জীবনে আমার তেমন বড় কিছু পাওয়ার ইচ্ছা নাই। মধ্যে ফ্যামিলির সন্তান হয়ে দেশ ও আমার জেলার মানুষের জন্য কিছু মঙ্গল কর কাজ করাই আমার প্রথম ল।ে আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচনে মেম্বার সদস্য পদের আমি একজন মহিলা মেম্বর পদপ্রার্থী। প্রার্থী হিসেবে আমি আমার উপজেলার সকলের মঙ্গল কামনা পূর্বক আমি আপনাদের দোয়া কামনা করছি। সকলের দোয়া কামনায় হয়তো আপনাদের পাশে থেকে কাজ করার প্রতি অনুপ্রেরণা যোগাবে এমনটি আশা আমার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here