বিএফইউজে সভাপতি হেনস্তায় যশোরে প্রতিবাদ সমাবেশ

0
339

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সভাপতি এম. আব্দুল্লাহকে ফেনীতে বোনের বাড়ি থেকে পুলিশ আটক করে হেনস্তার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন যশোর। শনিবার সকাল সাড়ে ১১ টায় প্রেসকাব যশোরের সামনে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ভাই এখন তার বোনের বাড়িতে বেড়াতে যেতে পারবেন না। গেলেই পুলিশ হানা দিবে। সভ্য সমাজে এটি কোন ভাবেই কাম্য নয়। এ ধরনের আচরণ থেকে পুলিশকে বিরত থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম. আইউব, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ জামান, সংগঠনের সহ-সভাপতি কাজী রকিবুল ইসলাম, যুগ্ম সম্পাদক এসএম ফরহাদ, লোকসমাজের ডেপুটি ইউনিট চিফ মীর মঈন হোসেন মুসা, সদস্য বিএম আসাদ ও শেখ আব্দুল্লাহ হুসাইন। সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক আকরামুজ্জামান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here