দেবহাটার নাংলা এলাকার আব্দুল গফুর গাজী মেম্বর পদপ্রার্থী ও টিউবওয়েল মার্কা, চালিয়ে যাচ্ছে নির্বাচনীয় জনসংযোগ

0
291

আবুল হাসান দেবহাটা (সাতীরা) প্রতিনিধি ঃ সাতীরা জেলার দেবহাটা উপজেলার ০৪ নং-নাওয়াপাড়া ইউনিয়নের ০৮ নং-ওয়ার্ডের নাংলা এলাকার বিশিষ্ট সমাজ সেবক ছিলেন, সকলের কাছে খুবিই জনপ্রিয় ও ছিলেন মৃত্যু আলহাজ্ব কালু গাজী। তানার স্ত্রীর নাম ছিল খোদেজা বিবি।তাদের সুযোগ্য পুত্র মোঃ আব্দুল গফুর গাজী। তিনি খুবিই ভালো মনের মানুষ। তিনি এলাকার সকলের সম্মান দিয়ে চলেন।এলাকায় তার ভালোই সুনাম আছে। তার কার্যকল্পে এলাকার গরীব ও অসহায় মানুষের সহ-তার প্রতি একটা খুবিই মায়া মমতা সৃষ্টি হয়েছে। এরিই মধ্যে আব্দুল গফুরের ইচ্ছা ও এলাকার মুরুব্বি সহ-প্রায় মানুষের সহায়তায় আব্দুল গফুর তিনি ০৮ নং-ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী ও তার প্রতিক টিউবওয়েল মার্কা। তার প্রতিক নিয়ে এলাকায় আব্দুল গফুরের পরে লোকজন নির্বাচনীয় কাজ করে যাচ্ছে এমনই জানা যায়। এবার তিনি মেম্বর হবে এমনই আশাবাদী স্থানীয় লোকজন। বিভিন্ন এলাকা ঘুরে ফিরে আব্দুল গফুর তিনি জোরালো ভাবে মুসলিম জাতিকে সালাম বিনিময় ও অন্যদের আর্শীবাদ জানিয়ে নিজের জন্য দোয়া কামনা ও টিউবওয়েল মার্কায় ভোট আদায়ের লে প্রতিনিয়োত কাজ করে যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here