নড়াইলে বোনকে শ্বাসরোধে করে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছে আদালত

0
267

মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল ঃ নড়াইলে ছোট বোনকে হত্যার দায়ে ভাই মো. রিপন মোল্যা কে ফাঁসি ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। রিপন মোল্যা নড়াগাতী থানার কালীনগর গ্রামের মকছেদ মোল্যা ওরফে মকু মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৫ জানুয়ারি বিকেল ৩টার দিকে নড়াগাতি থানার কালীনগর গ্রামের মকছেদ মোল্যা ওরফে মকু মোল্যার মেয়ে ফাতেমা বাড়ির পাশের নলীয়া নদীতে কাপড় পরিষ্কার করছিলেন। এসময় রিপন মোল্যা পেছন থেকে গিয়ে ধাক্কা দিয়ে তাকে নদীর পানিতে ফেলে চুবিয়ে বাঁশের লাঠি ও ট্যাংগারী দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে হত্যা করে। পরে মরদেহ পানির নিচে কাদায় পুঁতে রাখে। আসামি রিপন মোল্যার ছেলে রাশেদ মোল্যা ঘটনাটি দেখে ফেলে। বিকেলে অনেক খোঁজাখুঁজির পরও ফাতেমাকে পাওয়া যাচ্ছিল না। পরে রাশেদের দেওয়া তথ্যমতে ফাতেমার মরদেহ উদ্ধার এবং রিপনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ আসামী রিপন মোল্যাকে আটক করে জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে। এ ঘটনায় ফাতেমার পিতা মোকছেদ ওরফে মকু মোল্যা বাদী হয়ে নড়াগাতি থানায় মামলা দায়ের করেন। প্রায় তিন বছর পর স্যাপ্রমাণ শেষে সোমবার রিপন মোল্যাকে মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন বিচারক। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত ও বিধি মোতাবেক ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পিপি এ্যাডভোকেট ইমদাদুল হক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here