রাসেল মাহমুদ : প্রত্যেক বছরের ন্যায় এবার জমে উঠেছে যশোর সদরের ঐতিহ্যবাহী রূপদিয়া বাজারের শীতবস্ত্র বিক্রির অস্থায়ী হাট বাজার। শীত মৌসুমের শুরু থেকেই মানুষ ছুটে আসে স্বল্পমূল্যের শীত বস্ত্রের এসব দোকানে। বহুবছর থেকে শীতে কাপড়ের পশরা সাজিয়ে বসে অন্তত ১৫-২০ জন ব্যবসায়ী। সপ্তাহের দুই দিন (শুক্রবার ও সোমবার) বিভিন্ন স্তর থেকে নিম্নআয়ের ক্রেতাদের পদচারনায় মুখরিত হয়ে থাকে রূপদিয়ায় অবস্থিত এই পুরাতন কাপড়ের মার্কেট গুলো। শীতে নতুন কাপড়ের চেয়ে বিদেশি পুরনো কাপড়ের চাহিদা বেশি বলে ক্রেতা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়। বিদেশী পুরনো এসব শীত বস্ত্রের দাম তুলনামূলক বেশ কম। তাছাড়া ওই কাপড় গুলো দেখতে সুন্দর, মানসম্পন্ন ও টেকসই হওয়ায় ক্রেতাদের আগ্রহ অনেক বেশী। আশপাশের বিভিন্ন এলাকা থেকে রূপদিয়া বাজারের অস্থায়ী এসব শীতবস্ত্রের দোকানে সাধারণ মানুষ ছুটে আসে নিজের ও পরিবারের জন্য দেখে শুনে ভালো মানের গরম কাপড় কিনতে। বাজারটি ঘুরে জানা যায় গত বারের চাইতে এইবারে শীতবস্ত্রের দাম তুলনায় কিছুটা বেশী। তারপরও নতুনের চেয়ে কম দাম বলে সব বয়সের নারী-পুরুষ এখান থেকে শীতবস্ত্র কিনছে। এখানে মূলত বিভিন্ন ডিজাইনের কোট, জ্যাকেট, সোয়েটার, ট্রাউজার ওভারকোট, হাফ ও ফুলহাতা গেঞ্জি, কম্বল, মেয়েদের কাটিগান, হাত মোজা, পা মোজা ইত্যাদি ক্রেতার সংখ্যা বেশি। সপ্তাহের দুই দিন শুক্রবার ও সোমবার শতশত মানুষ কাপড়ের অস্থায়ী এই মার্কেটের শীতের কাপড় কিনতে ভিড় জমায়। তবে গতবারের চেয়ে এ বছর পুরনো কাপড়ের দাম অনেক বেশি বলে ব্যবসায়ী ও ক্রেতারা জানান। রূপদিয়া বাজারে আগত এসব শীতবস্ত্রের ব্যবসায়ীরা বলেন তারাও গতবারের চেয়ে এ বছরের পুরনো এসব কাপড় একটু দাম বেশি দিয়ে কিনতে হয়েছে। ফলে তাদের কেও একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। গত ৬ বছর ধরে এখানে কাপড় বিক্রি করতে আসা শফিয়ার রহমান বলেন, প্রতি বছর শীতের সময় মহাজনদের কাছ থেকে গরম কাপড়ের গাইট নিয়ে তার খোলা বাজারে খুচরা বিক্রি করেন আসছে। গত দুই বছর আগে ১০ থেকে ১২ হাজার টাকায় একটি কাপড়ের গাইট বা বেল্ট কেনা যেত এ বছর একেকটি গরম কাপড়ের গাইড কিনতে ১৬ থেকে ১৮ হাজার টাকায় ক্রয় করতে হচ্ছে। মামুন হোসেন নামের আরেক ব্যবসায়ী বলেন শীত উপলে চীন, তাইওয়ান, জাপান, কোরিয়া ও রাশিয়া থেকে পুরাতন শীতবস্ত্র এদেশে আসে। ১’শ কেজি ওজনের এক বেল ছোট পুরাতন শীতপোশাক চট্টগ্রাম ও ঢাকায় সাড়ে ১০ হাজার থেকে ১২ হাজার টাকা, বড়দের ১’শ কেজি ওজনের এক বেল্ট পোশাকের দাম ৭-৯ হাজার টাকা, ৮০-১’শ ওজনের জ্যাকেট, সোয়েটারের এক বেল্টের দাম পড়ছে ১৩-১৪ হাজার টাকা। এপর্যন্ত আনতে পরিবহন খরচ সহ সব মিলে দাম পড়ে যায় প্রায় দ্বিগুণ। একেকটা গাইট থেকে ১০ টাকা থেকে শুরু করে ১’ হাজার টাকা মূল্যের কাপড়ও থাকে। এবার শীত বস্ত্রের দোকানে বেঁচা বিক্রি শুরু হয়েছে নভেম্বর মাসের শুরু থেকে। চলবে যতদিন শীত থাকবে। বাজার ঘুরে দেখা গেছে গত বছরের যেসব কাপড় ৫০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হয়েছিল এবারে ৮০ থেকে ১২০ টাকা বিক্রি হচ্ছে। এখানে কাপড় কিনতে আসা ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, পুরাতন কাপড়ের মধ্যে অনেক ভালো মানের কাপড় পাওয়া যায়। তবে বেঁছে-খুটে কিনতে হয়। গত বছরের চেয়ে এবছর প্রতিটি কাপড়ের দাম একটু বেশি।
যশোরে পৃথক ঘটনায় দু’জনের মৃত্যু, চুরির সময় গণপিটুনি ও গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার ...
যশোর অফিস : যশোরে পৃথক দুটি ঘটনায় চুরির সময় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন এবং অপর ঘটনায় গাছে ঝুলন্ত অবস্থায় এক কৃষকের মরদেহ উদ্ধার...
নবম পে-স্কেলের এক দফা দাবিতে যশোরে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন
যশোর অফিস : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় কমিটি, যশোর জেলা শাখার উদ্যোগে নবম পে-স্কেলের এক দফা দাবিতে প্রেসক্লাব যশোরের...
হাদি হত্যার বিচারের দাবিতে যশোরে মানববন্ধন ও সড়ক অবরোধ
যশোর অফিস : হাদি হত্যার বিচারের দাবিতে যশোর শহরের পালবাড়ি ভাস্কর্য মোড়ে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এনসিপি, যশোর জেলা। শুক্রবার বিকেলে...
চৌগাছায় রহস্যজনক অগ্নিকাণ্ডে ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ৮ লাখ টাকা
চৌগাছা পৌর প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় একটি কাঠের ফার্নিচারের দোকানে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানে থাকা কাঠ, বিভিন্ন মেশিন ও প্রস্তুত ফার্নিচার পুড়ে আনুমানিক...
কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি নয়াগণতান্ত্রিক গণমোর্চা, যশোর জেলা
প্রেসবার্তা : উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রয়াত সভাপতি কমরেড অমল সেন-এর...















