দেয়াড়ায় পরকীয়ায় আসক্ত স্বামী কর্তৃক স্ত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টা

0
242

মালিকুজ্জামান কাকা, যশোর : যশোর সদর উপজেলায় দেয়াড়া ইউনিয়নে পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে স্বামী। গুরুতর আহত অবস্থায় স্ত্রীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত আটটার পর। স্বামী মাঠপাড়া গ্রামের লালুর ছেলে আবেদ ঘটনার পর গাঁ ঢাকা দিয়েছে। পুলিশ আবেদকে খুঁজতে অভিযানে নেমেছে। আহত আসমা খাতুন বানপাড়া গ্রামের রুহুল আমিনের মেয়ে। তিনি জানায়, পাঁচবছর আগে প্রেম করে আবেদকে বিয়ে করে। তাদের একটি শিশু সন্তান রয়েছে। আবেদ বিভিন্ন জেলায় মিস্ত্রীর কাজ করেন। এরমাঝে ফরিদপুর গ্রামের একটা মেয়ের সাথে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। এছাড়া বিভিন্ন নেশা পান শুরু করে আবেদ। এসব কারনে আবেদ আসমার উপর নির্মম নির্যাতন শুরু করে। এক পর্যায় বাড়ি থেকে তাড়িয়ে দেয় আসমাকে। সর্ব শেষ বুধবার সন্ধায় আবেদ আসমাকে মোবাইলে ফোন করে পাশের গ্রামের একটি ফাঁকা স্থানে কথা আছে বলে ডাক দেয়। সরল বিশ্বাসে করে আসমা সেখানে আসলে আবেদ তাকে প্রথমে মাথায় ঘুষি মারে। এরপর চাকু দিয়ে একের পর পর এক আঘাত করে। পরে আসমা জ্ঞান হারায় ফেলে। আসমার ভাই বলেন, আসমার শরীরের বিভিন্ন স্থানে নয়টি স্টেপ করে আবেদ। এরপর আসমা জ্ঞান হারায় ফেললে আবেদ নাটক সাজায়। চিৎকার করে বলতে থাকে সন্ত্রাসীরা আসমাকে কুপিয়ে হত্যা করেছে। পরে পরিবারের লোকজন এসে আসমাকে হাসপাতালে নিয়ে আসে।এ্যাম্বুলেন্সে উঠানোর সময়ও আবেদ সেখানেই ছিলো। তিনি আরো জানায়, আবেদের ধারণা ছিলো আসমা মারা গেছে। কিন্তু জীবিত থাকার খবর শুনেই আবেদ পালিয়ে যায়। আসমার জ্ঞান ফিরলে সব ঘটনা খুলে বলে। পরে তারা পুলিশকে জানায়। এ বিষয়ে কোতোয়ালি থানার এসআই মাইদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে তারা আবেদকে খুজতে আবেদের বাড়ি সহ ওই এলাকায় অভিযান চালায়। কিন্তু তাকে খুজে পাওয়া যায়নি। তিনি আরও জানান, আটক অভিযান অব্যহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here