চৌগাছা বাজারে আবারও চুরি/ সিসি ক্যামেরায় চুরি দৃশ্যধারণ

0
367

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছা বাজারের মোহন সাইকেল ষ্টোরে এক মাসের ব্যবধানে আবারও চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার ভোর ৬ টার দিকে চোরচক্র দোকানের সাটার উচু করে ভিতরে ঢুকে ক্যাশের তালা ভাঙ্গে। তবে ক্যাশে টাকা না থাকায় তেমন কোন ক্ষতি হয়নি। পাশের দোকানের সিসি ক্যামেরায় চুরির দৃশ্য দেখা গেলেও চোর চেনা যায়নি বলে জানান ভুক্তভোগী ব্যবসায়ী। বাজারস্থ্য বেলা কিন্ডার স্কুলের সম্মুখ ভাগে যশোর সড়কের গা ঘেষে মোহন সাইকেল ষ্টোর। দোকানটিতে গত মাসের ৭ তারিখ দিবাগত রাতে ভেন্ডিলেটর ভেঙ্গে দুঃসাহসিক চুরি হয়। মাস যেতে না যেতেই শুক্রবার ভোর ৬ টায় ওই দোকানে আবারও চুরির হয়েছে। পাশের দোকানের সিসি ক্যামেরায় চুরির সকল দৃশ্যই রেকর্ড হয়েছে তবে চোরকে চেনা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ভোর ৬ টা ৩ মিনিটে ৫ সদস্যের চোরচক্র মোহন সাইকেল ষ্টোরের পাশেই সন্ধানী ইলেকট্রনিক্্র এর দোকানের সামনে এসে দাঁড়ায়। এরপর এক চোর সামনে ফারহানা টাওয়ারের দিকে হেটে যায়। কিছুক্ষন পর ফিরে আসে। ৬ টা ৮ মিনিটে ৩ চোর ওই ব্যবসা প্রতিষ্ঠানের সামনে যেয়ে দাঁড়ায়, বাকিরা মেইন সড়কে। তিন চোরের মধ্যে ২ জন পরনে থাকা লুঙ্গি খুলে পুনরায় পরার জন্য দুই হাত দিয়ে মেলে ধরে। খুলে রাখা লুঙ্গির কারনে পিছনের দিক আড়াল হয়ে যায়। এই সুযোগে একজন চোর দোকানের সাটার কৌশলে উঁচু করে ভিতরে চলে যায়। ৬ টা ১৩ মিনিটে চুরির কাজ শেষ করে ৫ জনই তাদের কাছে থাকা ৪টি ঝুড়ি ও ১টি বড় ব্যাগ নিয়ে মেইন বাসষ্টান্ড মুখো রওনা হয়। সংঘবদ্ধ চোরচক্রের সকলের পরনে লুঙ্গি, গায়ে গরম কাপড়, মুখে মাস্ক পরা রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভোর ৬ টা মানে সকাল, এই সময়ে একটি দোকানে চুরি হচ্ছে যা ভাবাই যাইনি। ওই সময়ে অনেকেই সড়কে হাটাহাটি করে। সড়কে চলাচলরত লোকজনের নজর এড়াতেই চোরেরা কৌশল করে লুঙ্গি খুলে পুনরায় পরার চেষ্টা করে দোকান আড়াল করে। যারা চুরি করেছে তারা সকলেই মনে হচ্ছে বাজার ছাড়া কিছুটা দুর থেকে এসেছে। বাজারে তারা নিয়মিত আসে এবং কুলি বা মজুরের কাজ সেরে চলে যায়। সিসি ক্যামেরার ফুটেজ ভাল ভাবে পরীক্ষা করলে চোরচক্র ধরা সম্ভব হবে বলে ব্যবসায়ীরা মনে করছেন। চলতি মাসের ১১ তারিখ রাতে বাজারের শাহাজান ওয়েল্ডিং ঘর থেকে চোরেরা একটি ওয়েল্ডিং মেশিন চুরি করে নিয়ে যায় বলে ব্যবসায়ী হাসান ইমাম সাগর জানান। চুরি ঘটনা বাজার ব্যবসায়ী সমিতি ও নৈশ প্রহরীকে তিনি অবহীত করেন কিন্তু আজও চুরি যাওয়া ওয়েল্ডিং মেশিনের সন্ধান পাইনি। থেমে থেমে চুরির ঘটনায় বাজারের সকল ব্যবসায়ীদের মাঝে এক ধরনের আতংক দেখা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here