প্রধানমন্ত্রীর উপহার ও হুইল চেয়ার পেল চৌগাছার সেই পঙ্গু খাদিজা

0
291

এম হাসান মাহমুদ চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় ছাদ থেকে পড়ে মেরুদন্ডের হাড় ভেঙ্গে যাওয়া সেই খাদিজা পেল কাংখিত হুইল চেয়ার ও প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের খাদিজার হাতে হুইল চেয়ার ও খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা প্রশাসন। দীর্ঘ দিনের স্বপ্ন পুরোন হওয়ায় আবেগে আপ্লুত হয়ে পড়েন খাদিজা ও তার পরিবার।
চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের দিনমজুর ইউনুচ আলীর মেয়ে খাদিজা খাতুন (৩০) দুই বছর আগে শ্বশুর বাড়িতে ঘরের ছাদ থেকে পড়ে মেরুদন্ডের হাড় ভেঙ্গে যায়। গরীব অসহায় পিতার পক্ষে চিকিৎসা তো দুরের কথা একটি হুইল চেয়ার কেনার সামর্থ নেই। নিদারুন কষ্টে দিন যায় রাত আসে এ ভাবেই কেটেছে খাদিজার দু’টি বছর। সম্প্রতি অসহায় খাদিজার কষ্টের কথা তুলে ধরে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। একপর্যায়ে খাদিজার পাশে দাঁড়ান চৌগাছার আছিয়া বেগম ফাউন্ডেশনের পরিচালক ফারুক আহমেদ। তিনি প্রেসকাব ও রিপোর্টার্স কাবের সাংবাদিকদের সহযোগীতায় খাদিজার একটি হুইল চেয়ার দিতে আগ্রহ প্রকাশ করেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদে পঙ্গু খাদিজার হাতে হুইল চেয়ার ও প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। পাশাপাশি খাদিজাকে নির্বাহী অফিসার ও প্রেসকাব, রিপোর্টার্স কাবের নেতৃবৃন্দ কিছু আর্থিক সহযোগীতা প্রদান করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড.এম মোস্তানিছুর রহমান, নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) কাফি বিন কবির, ভাইস চেয়ারম্যান দেবাশিষ মিশ্র জয়, থানার সেকেন্ড অফিসার এসআই মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহমেদ, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম কামরুজ্জামান, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সদস্য ও ইউপি মেম্বর সাফিয়া সুলতানা সেঁজুতি, প্রেসকাবের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স কাবের সভাপতি বাবলুর রহমান সিনিয়র সহ সভাপতি এম হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, তথ্য সৈনিক আশরাফ হোসেন আশাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। হুইল চেয়ার ও প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী হাতে পেয়ে পঙ্গু খাদিজার মা জাহিদা বেগম আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় তিনি বলেন, গত দুই বছরে খাদিজার বাবা অনেক কষ্ট করে মেয়েকে চিকিৎসা করাচ্ছেন। অভাবের সংসার নুন আনতে পান্তা ফুরাই। সেই অবস্থার মধ্যে মেয়ের কোন রকম চিকিৎসা চলে। টাকার অভাবে দুই বছরেও তার জন্য একটি হুইল চেয়ার কিনতে পারেনি। অনেক দিনের স্বপ্ন আজ পুরোন হয়েছে, মেয়ের চিকিৎসার ব্যাপারে তিনি সরকার ও সমাজের বৃত্তবানদের কাছে সাহায্যের আকুতি করেন। যোগাযোগ-০১৭৫৯৬০৫৩৯৮।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here