শৈলকুপায় আমন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

0
279

শৈলকুপা(ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের শৈলকুপায় বৃহস্পতিবার থেকে সরকারি পর্যায়ে আমন মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে । বোরো মৌসুমের সাথে মিল রেখে চলতি আমন মৌসুমে এ উপজেলায় ২৭ টাকা কেজি দরে ১১৯৯ মেট্রিক টন ধান ও ৪০ টাকা দরে ৮০৭ মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার। এ উপলে বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা খাদ্য গোডাউনে এক উদ্বোধনি অনুষ্ঠানে ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার শেফালি বেগম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা লিজা। উপজেলা কৃষি কর্মকর্তা আকরাম হোসেন,খাদ্যকর্মকর্তা হাসান মিয়া,ওসি এল এসডি সহ প্রমুখ। এছাড়াও উপজেলা পরিষদ চত্তরে ২৮’শ কৃষকের মাঝে হাইব্রিড জাতের ধানবীজ ও ১৫’শ কৃষকের মাঝে উফশি জাতের ধান বীজ ও সার প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here