খলিশাখালীর দখল কৃত জমি মাপজরিপ সম্পুর্ন পুর্বক ভুমিহীনের মাঝে বন্টন ও ভেড়িবাধের কার্যক্রম চলমান

0
228

দেবহাটা (সাতীরা) প্রতিনিধি ঃ সাতীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের দখল কৃত খলিশাখালী। খলিশাখালীর দখল কৃত জমি ভূমিহীন জনতা মাপজরিপ সম্পুর্ন পুর্বক ভাগ বন্টন করে নেওয়ার কাজ চলমান রেখেছে। জরিপ অনুযায়ী স্কেভেট ইঞ্জিন দিয়ে পর্যায়ক্রমে ভেড়িবাধ দেওয়ার কাজ চলছে। সরজমিন পরিদর্শন কালে দখল কৃত খলিশাখালী এলাকায় যেয়ে কাজ করার দৃশ্য দেখা যায়।সেখানকার দখল কৃত খলিশাখালীর নাম দেওয়া হয়েছে শেখ মুজিব নগর আবাসন কেন্দ্র। এটি হচ্ছে খলিশাখালীর চালতেতলার নিকটতম। ভূমিহীনেরা প্রায় ৩ মাস যাবদ খলিশাখালী দখল করে নিয়ে দুঃখ কষ্ট সহ্য করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here