দেবহাটা প্রতিবন্ধী কিশোরীদের স্বাস্থ্য ও সেবা বিষয়ক ওয়ার্কিং গ্রুপের কর্মশালা

0
344

ভ্রাম্যমান প্রতিনিধি : প্রতিবন্ধী কিশোরীদের যৌন, প্রজনন স্বাস্থ্য ও সেবা বিষয়ক দতা বৃদ্ধির ল্েয ওয়ার্কিং গ্রুপ সদস্যদের এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নারী কন্ঠ উন্নয়ন সংস্থার বাস্তবায়নে ডিজএ্যবল্ড রিহ্যাবিলিটেশন এন্ড রিসার্চ এসোসিয়েশন (ডিআরআরএ) ও লিলিয়ান ফন্ড্স’র সহযোগীতায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালাটি পরিচালনা করেন কিশোরী প্রকল্পের ব্যবস্থাপক মোঃ কাওসার বিন সিদ্দিক। অন্যান্যদের মধ্যে কর্মশালায় উপস্থিত ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম ও ইউপি সদস্য মিজানুর রহমান, দেবীশহর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক অনিমা সিংহ, কিশোরী প্রকল্পের সিনিয়র সুপারভাইজার নজিফা খাতুন, ফোকাল মুজিবুর রহমান, স্থানীয় কমিউনিটি কিনিকের সিএইচসিপি, স্থানীয় মসজিদের ইমাম, প্রতিবন্ধী কিশোরী প্রতিনিধি, অভিভাবক উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ কর্মশালায় নওয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন পেশাজীবী মানুষের সমন্বয়ে গঠিত প্রায় ২২ জন সদস্য অংশ গ্রহন করেন। এসময় প্রতিবন্ধী কিশোরীদের যৌন, প্রজনন স্বাস্থ্য ও সেবা সংক্রান্ত বিষয়ক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া নিজ এলাকার প্রতিবন্ধী কিশোরীদের জীবন মান উন্নয়নে এলাকার বিভিন্ন পেশাজীবীদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here