দেবহাটার পারুলিয়া পরিষদের সামনে জনগুরুত্বপূর্ণ ব্রীজটির দুই পারের বেহাল অবস্থা দেখার কেউ নেই,সাধারণ মানুষের প্রশ্ন

0
279

আবুল হাসান দেবহাটা (সাতীরা) প্রতিনিধি ঃ সাতীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে পশ্চিমে খেজুর বাড়িয়া এলাকা। সাপমারা খালের উপর দিয়ে খেজুর বাড়িয়া যাওয়ার পারাপারের জন্য রয়েছে জনগুরুত্বপুর্ন ব্রীজ। গত বছর কোমরপুর ইছামতীর সীমান্ত থেকে বদরতলা গামী প্রায় (১৯) কিলোমিটার পর্যন্ত খালখননের সময় ব্রীজের দুই পার ভেঙে পড়ে বেহাল অবস্থায় রয়েছে। সেখান থেকে জনজীবন খুবিই ঝুঁকি পুর্ন। এমনই হতে পারে, হালকা একটু গা ঢ’লে গেলেই উল্লেখ্য ব্রীজের দুই পারের যে কোন একপারে জনজীবন যাওয়ার আশাম্কা। জনগুরুত্বপূর্ণ ব্রীজ সংযোগের প্রতি কেউ হয়তো শ্রদ্ধাশীল নেই। হলেই হয়তো ইয়াত দিন সংস্কার আথবা নতুন ব্রীজ স্থাপনা হয়ে যেতো।তিন মাস প্রায় পার হয়েছে, হঠাৎ করে দেখা যায়, খুবিই গুরুত্বপূর্ণের সাথে ব্রীজের কাজ করতে। সে সময় মনে হয়েছিল এবার ভয়ের আশাম্কা থাকবে না।সরজমিন পরিদর্শন কালে দেখা যায়, ব্রীজের কোন পারে পরিপূর্ণ ভাবে সংস্কারের কাজ করা হয়নি। হেটে ও মোটরসাইকেল যোগে সহ- পারাপারের সময় ঢোলে পড়ে ভাঙনের নিচে পড়ে মৃত্যুর ভয়ে আতঙ্কিত হতে হয়,একমাত্র জনসাধারণের । সকল আতম্কের থেকে রা পেতে এই ব্রীজটি সহ-খালের উপর সকল ব্রীজ গুলো সংস্কার আথবা নতুন ব্রীজ স্থাপনের জন্য সরকার কতৃপরে কাছে দাবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here