প্রেমবাগে ইউপি মেম্বর প্রার্থীর আকষ্মিক মৃত্যু

0
269

এম. মিজান রহমান লিটন, প্রেমবাগ অভয়নগর ঃ অভয়নগরের ইউপি ভোট ২৬ ডিসেম্বর ২০২১। প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছিলেন অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বর এবং আসছে নির্বাচনের মেম্বর পদপ্রার্থী মোরগ প্রতীকের মোঃ কওছার আলী। কওসার আলীর স্বজন আজিজুর জানান (মৃতের ভাইয়ের ছেল) গত ২৩ ডিসেম্বর’২১ তারিখে নির্বাচনী কাজে সকাল থেকে যশোর ছিলেন তিনি, বিকালে ৪টার দিকে বাসায় এসে প্রচার প্রচারনার কাজে বের হওয়ার সময় হঠাৎই বুকে ব্যাথ্যা অনুভব করেন। প্রাথমিক চিকিৎসায় ব্যাথ্যা কিছুটা শান্ত হলেও ঘন্টা খানেক পরে আবার ব্যাথ্যা মারাত্মকআকার ধারন করলে প্রথমে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর কতর্ব্যরত ডাক্তাররা অন্যত্রে নেওয়ার পরামর্শ দিলে স্বজনরা তাৎক্ষনিক যশোর ২৫০শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসা চলাকালীন আনুমানিক রাত ১.২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here