কেশবপুরে স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন মুকুলের সংবাদ সম্মেলন

0
293

কেশবপুর প্রতিনিধি : কেশবপুরের ৭নম্বর পাঁজিয়া ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকদের বাধার কারণে ৩ দিন নির্বাচনী কর্মকান্ড চালাতে পারেননি আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মকবুল হোসেন মুকুল। শুক্রবার সকালে তিনি কেশবপুর প্রেসকাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ এনেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন মুকুল বলেন, গত বুধবার থেকে নৌকা প্রতীকের প্রার্থী জসীম উদ্দীনের কর্মী-সমর্থকদের বাধা ও হুমকি ধামকির কারণে নির্বাচনী কর্মকান্ড চালাতে পারেনি। কর্মী-সমর্থকদের মারপিট, প্রচারণায় ব্যবহৃত মাইকসেট নিয়ে নেওয়াসহ হুমকি ধামকির বিষয়ে ৩টি ঘটনা উল্লেখ করে প্রশাসনের নিকট অভিযোগ করা হলেও কোন প্রতিকার পাওয়া যায়নি। যে কারণে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকেরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। যার ধারাবাহিকতায় বৃহ¯পতিবার রাতে গড়ভাংগা বাজার থেকে আমার আনারস প্রতীকের টানানো সকল পোস্টার তারা খুলে নিয়ে যায়। যেখানেই আমার কর্মীদের পাচ্ছে সেখানেই হুমকি দেওয়া হচ্ছে। এ কারণে ভোট সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় রয়েছেন তিনি। পাঁজিয়া ইউপির নৌকা প্রতীকের প্রার্থী জসীম উদ্দীন বলেন, স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন মুকুল যে সকল অভিযোগ করেছেন তা স¤পূর্ণ মিথ্যা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here