শ্যামনগর ও তালা উপজেলার ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে ৩টিতে আওয়ামীলীগ ও ৭টিতে স্বতন্ত্র প্রার্থীর জয়লাভ

0
347

সাতক্ষীরা প্রতিনিধি ঃ চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৯ টি ও তালা উপজেলার একটিসহ মোট ১০ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের নৌকা প্রতিকের তিন জন ও বাকী ৭ জনস্বতন্ত্র প্রার্থী বেসরকারী ভাবে জয়লাভ করেছেন। এর মধ্যে শ্যামনগর উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে ২টিতে আওয়ামীলীগ ও ৭টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। অপরদিকে, তালা উপজেলার কুমিরা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী জয়লাভ করেছেন। নির্বাচনে বেসরকারীভাবে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, তালা উপজেলার কুমিরা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আজিজুল ইসলাম ৭,০০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অধ্যাপক ইদ্রিস আলী পেয়েছেন ৬,৪২৭ভোট। এদিকে, শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী গাজী আনিছুজ্জামান আনিচ ৯,৯৮৯ ভোটপেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুর রউফ পেয়েছেন ৫,১২০ ভোট। নুরনগর ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় প্রার্থী বর্তমান চেয়ারম্যান বখতিয়ার আহমেদ ৫,৭৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি গোলাম আলমগীর পেয়েছেন৪,২৮২ ভোট। কৈখালীতে স্বতন্ত্র ঘোড়া প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম ৫,৩৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী জি এম রেজাউল করিম পেয়েছেন ৪,৪৭০ ভোট, দ্বীপ ইউনিয়ন গাবুরায় স্বতন্ত্র টেবিল ফ্যান প্রতীকের প্রার্থী বিএনপি নেতা জি এম মাসুদুল আলম ৬,৭৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী জি এম শফিউল আযম লেলিন পেয়েছেন ৬,২১৩ ভোট, বুড়িগোয়ালীনি ইউনিয়নের চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জামায়াত সমর্থিত হাজী নজরুল ইসলাম ৮,৪৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল পেয়েছেন ৬,২৩৩ ভোট, রমজাননগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের বিদ্রোহী ঘোড়া প্রতীকের প্রার্থী শেখ আল মামুন ৫,৪৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মটরসাইকেল প্রতীকের প্রার্থী ৪,৬৮৯ ভোট, পদ্মপুকুর ইউনিয়নে বিএনপি নেতা চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ আমজাদুল ইসলাম ৭,০৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী এস এম আতাউর রহমান পেয়েছেন ৪,২৩৯ ভোট,আটুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র আনারস প্রার্থীকের প্রার্থী আওয়ামীলীগ বিদ্রোহী আবু সালেহ বাবু ১০,৮৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মটরসাইকেল প্রতীকের প্রার্থী সৈয়দ কামাল উদ্দিন পেয়েছেন ৮,০৮৮ ভোট, মুন্সিগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী অসীম কুমার মৃধা ৯,২৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চশমা প্রতীকের প্রার্থী ৭,৬০৬ ভোট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here